ব্রেকিং নিউজ
ভারত-পাকিস্তানকে ‘ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্নের জবাবে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর
দেশ-বিদেশের খবর

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্নের জবাবে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

১৭ এপ্রিল, ২০২৫
2 মিনিট

ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে স্থানীয় সময় গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে স্থানীয় সময় গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানানো হয়েছে। সাংবাদিকদের ব্রিফিংয়ে অংশ নেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। এ সময় বাংলাদেশে উগ্রবাদের উত্থানের আশঙ্কা, মার্কিন ব্র্যান্ডের ওপর সাম্প্রতিক ভাঙচুরের ঘটনা, বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। টমি ব্রুসের কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন, বাংলাদেশে অধ্যাপক ইউনূসের সরকারের আমলে ইসলামি উগ্রবাদের উত্থানের আশঙ্কা জানিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সপ্তাহ দুয়েক আগে নিউইয়র্ক টাইমস এ-সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে। ঢাকায় প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি হাতে বিক্ষোভ করতে দেখা গেছে। নাৎসি চিহ্নযুক্ত পোস্টার হাতেও ছবি দেখা গেছে। প্রশ্নকারী সাংবাদিক আরও বলেন, ইহুদিবিরোধী বিক্ষোভ থেকে কেএফসি, কোকাকোলার মতো মার্কিন ব্র্যান্ডকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি... এ পর্যায়ে ওই সাংবাদিককে থামিয়ে মুখপাত্র টমি ব্রুস বলেন, আমি আপনার আবেগের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, বাংলাদেশ নিয়ে বেশ কিছু ইস্যু রয়েছে। এটা এমন একটি দেশ, যাকে নিয়ে আমরা আগেও (ব্রিফিংয়ে) অনেক কথা বলেছি। এখানে উত্থাপিত প্রশ্নের উত্তরও দিয়েছি। কাজেই নির্দিষ্ট একটি প্রেক্ষাপটে, আমরা এটা আলাদাভাবে আলোচনা করব। টমি ব্রুস আরও বলেন, বাংলাদেশের বিষয়ে আমি যেটা বলতে চাই, যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটির একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এসব বিষয় আর সাম্প্রতিক বিক্ষোভসহ আপনি যেগুলো নিয়ে প্রশ্ন করলেন, সেসব বাংলাদেশের কর্তৃপক্ষের দেখভালের বিষয়। সেই সঙ্গে অবশ্যই তাদের সঙ্গে কথা বলাটাও অনেক গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে টমি ব্রুস মন্তব্য করেন, শেষ পর্যন্ত, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবেন। সাংবাদিকের উদ্দেশে মুখপাত্র টমি ব্রুস আরও যোগ করেন, আপনি যেটা বলছেন, তাঁরাও (বাংলাদেশি) সেসব পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে প্রতিবেদনগুলো আমরাও দেখেছি। নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এখানে এটাকে হালকাভাবে বলতে চাই না। তবে এটাও সত্য, গণতন্ত্র গুরুত্বপূর্ণ। সমস্যাগুলো মোকাবিলায় মানুষের নেওয়া বাস্তবিক পদক্ষেপও বেশ গুরুত্বপূর্ণ। গত ২০ থেকে ২৫ বছরের বেশি সময় ধরে আমরা মানুষের জীবন ধ্বংস হতে দেখেছি। কাজেই এটা একেবারে পরিষ্কার, বিশ্বের বেশির ভাগ দেশেরই এটাই (গণতন্ত্র) পছন্দ।

Share this article

দেশ-বিদেশের খবর

দেশ-বিদেশের খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement