ব্রেকিং নিউজ
ভারত-পাকিস্তানকে ‘ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
ভাষাসৈ‌নিক ও বীর মু‌ক্তি‌যোদ্ধা নন্দ দুলাল সাহার পর‌লোক গমন
শোকবার্তা

ভাষাসৈ‌নিক ও বীর মু‌ক্তি‌যোদ্ধা নন্দ দুলাল সাহার পর‌লোক গমন

২৩ এপ্রিল, ২০২৫
1 মিনিট

ঝিনাইদ‌হের ভাষাসৈনিক ও বীর মু‌ক্তি‌যোদ্ধা নন্দ দুলাল সাহা (৯০) পর‌লোক গমন করে‌ছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজ‌নিত শারীরিক নানা জ‌টিলতায় ভুগছিলেন। মহান ৫২'র ভাষা আন্দোলনে ঝিনাইদহের যে সব ভাষাসৈনিক সক্রিয় ভূমিকা পালন ক‌রেছিলেন তাদের মধ্যে নন্দ দুলাল সাহা ‌ছি‌লেন অন্যতম। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় তি‌নি নিজ হাতে পোস্টার লিখে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পোস্টা‌রিং ক‌রে‌ছি‌লেন। উত্তাল সেই দিনগু‌লি‌তে মাতৃভাষা বাংলার দাবিতে শহ‌রের বিভিন্ন এলাকায় তি‌নি ঝ‌টিকা মিছিলে অংশ নেন। অন্য‌দি‌কে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ ক‌রে‌ছি‌লেন এই প্রবীণ ভাষা যোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি হানাদার‌দের গু‌লি‌তে আহত হন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও ঝিনাইদহ প্রেসক্লা‌বের সভাপ‌তি আসিফ ইকবাল কাজলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তার মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ করেছেন। আজ বুধবার ২৩ এপ্রিল দুপুরে ঝিনাইদহ মহিষাকুণ্ডু মহাশশ্মানে ভাষা সৈনিক ও বীর মু‌ক্তি‌যোদ্ধা নন্দ দুলাল সাহার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ব‌লে তার পা‌রিবা‌রিক সূ‌ত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।

Share this article

শোকবার্তা

শোকবার্তা বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement