ব্রেকিং নিউজ
ভারত-পাকিস্তানকে ‘ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা
জাতীয়

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা

২৩ এপ্রিল, ২০২৫
1 মিনিট

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইমানুয়েল মাক্রোঁসহ বিশ্ব নেতারা অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে যোগ দেবেন।

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার বাসসকে এ তথ্য দিয়েছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হতে চলেছে আগামী শনিবার। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁসহ বিশ্ব নেতারা। সেই কাতারে শামিল হবেন মুহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে সোমবার চিরবিদায় নেন। ২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন তিনি। তার প্রয়াণে শোক প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। রোমের বিশপ হিসেবে পোপ ফ্রান্সিস বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুরো আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

Share this article

জাতীয়

জাতীয় বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement