Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
ইরান-ইসরায়েল সংঘাত: দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি
দেশ-বিদেশের খবর

ইরান-ইসরায়েল সংঘাত: দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি

১৫ জুন, ২০২৫
1 মিনিট

রয়টাসর্ হ্যানয়।। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ।

রয়টাসর্ হ্যানয়।। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ। জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, আজ সোমবার (১৬ জুন) সকালে মার্কিন এই রণতরি দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করেছে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারত-প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত সপ্তাহে দক্ষিণ সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করে। চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের এই রণতরির ভিয়েতনামের ডানাং বন্দরে যাওয়ার কথা ছিল। সেই সফর বাতিল করা হয়েছে বলে একজন কূটনীতিকসহ দুটি সূত্র জানিয়েছে। তার একটি সূত্র বলেছে, হ্যানয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাঁকে জানিয়েছে যে ‘উদ্ভূত সামরিক প্রয়োজনে’ ইউএসএস নিমিটজের ভিয়েতনামের বন্দর যাওয়া বাতিল করা হয়েছে। মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, মার্কিন রণতরিটি আজ সকালে পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছিল।

Share this article

দেশ-বিদেশের খবর

দেশ-বিদেশের খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement