Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
রংপুরে হিন্দুপল্লীতে হামলায় ১২শ’ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫
জাতীয়

রংপুরে হিন্দুপল্লীতে হামলায় ১২শ’ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫

৩০ জুলাই, ২০২৫
2 মিনিট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি হিন্দুপল্লীতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এতে ওই এলাকার বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। ঘটনার পরপরই ভুক্তভোগী এক ব্যক্তি গঙ্গাচড়া থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাতনামা ১,০০০ থেকে ১,২০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ভিত্তিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইয়াছিন আলী (২৫), স্বাধীন মিয়া (২৮), আশরাফুল ইসলাম (২৮), এস এম আতিকুর রহমান খান (২৮), সাদ্দাম হোসেন সেলিম (২২)। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর রাতভর যৌথ বাহিনীর অভিযানে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে মাগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের রংপুর সদর কোর্টে হাজির করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি আলদাদপুর এলাকায় ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রঞ্জন কুমার রায় নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনা ঘটে গত শনিবার (২৬ জুলাই)। অভিযোগ ওঠার পরপরই পাশের কিশোরগঞ্জ উপজেলার উত্তেজিত লোকজন হিন্দুপল্লী ছয়আনি বালাপাড়ায় গিয়ে রঞ্জনের বাড়ি মনে করে ভুল করে আরেকজনের বাড়িতে ভাঙচুর চালান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন রোববার (২৭ জুলাই) আবারও হিন্দুপল্লীতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একাধিক ঘরবাড়ি, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এদিকে আটক রঞ্জন কুমার রায়কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে রোববার (২৭ জুলাই) আদালতের মাধ্যমে কিশোর পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়াও মঙ্গলবার (২৯ জুলাই) গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু করা হয়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, গঙ্গাচড়া আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য হানিফ খান সজিব, ইসলামী আন্দোলনের মহানগর কমিটির সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ১৫ বান্ডিল টিন ও ৩০ বস্তা শুকনো খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া ২০টি মাটির চুলা ও চারটি টিউবওয়েল মেরামত করে দেওয়া হচ্ছে। তাদের ঘরবাড়িগুলো মেরামত করতে যা কিছু লাগবে, তার খরচ প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে।

Share this article

জাতীয়

জাতীয় বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement