ব্রেকিং নিউজ
ভারত-পাকিস্তানকে ‘ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
তামিম এখন কেমন আছেন
খেলা

তামিম এখন কেমন আছেন

২৫ মার্চ, ২০২৫
1 মিনিট

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা কিছুটা কমেছিল কালই।

কাল সারা দিন গাজীপুরের কেপিজে হাসপাতালে ছিল মানুষের ভিড়। আজ মঙ্গলবার সকালে তা কিছুটা কম। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা কিছুটা কমেছিল কালই। হার্টে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে, কথাও বলেছেন। আজ সকালে তামিমের কী অবস্থা? খোঁজ নিয়ে জানা যায়, এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম। তাঁকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে। কেপিজে হাসপাতালে তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, কার্ডিয়াক কেয়ার ইউনিটেই এখন কিছুটা হাঁটার চেষ্টাও করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে। কাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাঁকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে ঢাকায় যোগাযোগ করে তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয় বিকেএসপির মাঠে। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম। শারীরিক অবস্থার অবনতির কারণে তোলা যায়নি এয়ার অ্যাম্বুলেন্সেও। এরপর আবার কেপিজে বিশেষায়িত হাসপাতালে আনার পর তাঁর বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে এরপর রিংও পরানো হয়েছে।

Share this article

খেলা

খেলা বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement