সাংগঠনিক খবর
ধর্ম অবমাননা বিষয়ে গৃহীত পদক্ষেপ বৈষম্যমূলক : ঐক্য পরিষদ
২৩ এপ্রিল, ২০২৫
2 মিনিট
ধর্মীয় বিষয়ে কথিত অবমাননাকর বক্তব্যের অজুহাতে সারা দেশে ধারাবাহিকভাবে উগ্রবাদীরা কথিত অভিযুক্তদের আইনের নিকট হস্তান্তর না করে প্রতিটি ঘটনাকে মব জাস্টিসে রূপান্তর করছে যা মানবাধিকার লঙ্ঘন।
সংবাদ বিজ্ঞপ্তি।। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে, গত ১৩ এপ্রিল, ২০২৫ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী প্রণয় কুন্ডু ও বিকর্ণ দাস দিব্যের শেয়ারকৃত ফেসবুক পোস্ট ও মন্তব্যে কথিত ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে ১৬ এপ্রিল সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরদিন সনাতন বিদ্যার্থী সংসদ নামের মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে তনয় সরকার, দিপু বিশ্বাসসহ আরো কয়েকজনকে কথিত ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হয়। কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে জবাব সন্তোষজনক নয় বলে দুই শিক্ষার্থীকে ডিসিপ্লিনারী বোর্ডের সভায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তদন্ত প্রক্রিয়া চলমান অবস্থায় আসন্ন ফরম ফিলাফ কার্যক্রমে অভিযুক্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ এপ্রিল ঢাকার তেজগাঁওস্থ কোহিনূর ক্যামিকেল কারখানার কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু উক্ত কারখানার পিয়নের সাথে কথোপকথনের সময় মহানবীকে নিয়ে কথিত ধর্ম অবমাননার অভিযোগ এনে ধর্মীয় উগ্রবাদীরা তাকে বহিষ্কার ও ফাঁসির দাবি জানায় এবং পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আরও বলা হয়, গত ২২ এপ্রিল রাজশাহী নগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়ার স্থানীয় চায়ের দোকানে বসে আলাপকালে সাগর কুমার সাহাকে মহানবীকে নিয়ে কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় উগ্রবাদীরা পুলিশের উপস্থিতিতে অমানবিকভাবে গণপিটুনী ও গলায় জুতার মালা পড়িয়ে দেয়। ঐক্য পরিষদ বলেছে, ধর্মীয় বিষয়ে কথিত অবমাননাকর বক্তব্যের অজুহাতে সারা দেশে ধারাবাহিকভাবে উগ্রবাদীরা কথিত অভিযুক্তদের আইনের নিকট হস্তান্তর না করে প্রতিটি ঘটনাকে মব জাস্টিসে রূপান্তর করছে যা মানবাধিকার লঙ্ঘন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেশে অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে জঘন্য ও ঘৃণ্য বক্তব্য ঘন ঘন প্রকাশিত হলেও সেক্ষেত্রে কোন দৃশ্যমান আইনগত ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে না যা দুঃখ ও দুর্ভাগ্যজনক।