Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
রাষ্ট্র পরিচালনায় সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্বের দাবি
সাংগঠনিক খবর

রাষ্ট্র পরিচালনায় সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্বের দাবি

১৬ মে, ২০২৫
2 মিনিট

সংবাদদাতা।। বাংলাদেশের যুব শক্তিকে ঐক্যবদ্ধ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার রক্ষার অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনায় সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্বের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।

সংবাদদাতা।। বাংলাদেশের যুব শক্তিকে ঐক্যবদ্ধ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার রক্ষার অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনায় সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্বের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ। গতকাল ১৬ মে শুক্রবার বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যতম সভাপতি শিমুল সাহার সভাপতিত্বে নতুন কমিটি (২০২৪-২৭)’র পরিচিতি সভা ও বর্ধিত সভা বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সভাপতিম-লীর সদস্য জে এল ভৌমিক ও রঞ্জন কর্মকার। আরো বক্তব্য রাখেন যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রমেন ম-ল, ছাত্র বিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবু, সহ-যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সজীব বড়–য়া, সহ-সভাপতি সুবল ঘোষ ও সিমাজু বড়–য়া সীমান্ত, সাংগঠনিক সম্পাদক সুমন রায়, বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেশ নাহা ও বিভিন্ন জেলা/মহানগর কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ছাত্র-যুবসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নারী-পুরুষ যেভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল তার পেছনে সংগঠিত কাজ করেছিল সংখ্যালঘু ছাত্র ও যুবরা। সেই ধারাবাহিকতায় সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশে থেকে সংগঠিত করা ও যুব সমাজকে তার নেতৃত্ব দেয়ার কৌশল নিয়ে বর্ধিত সভায় আলোচনা হয় এবং এ বিষয়ে যার যার অবস্থানে থেকে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা আগামি দিনে সংখ্যালঘু জনগোষ্ঠীর যে রাজনৈতিক সংগ্রাম সেই লক্ষ্যে যুব সমাজকে রাজনৈতিকভাবে একটি প্ল্যাটফর্মে সংঘটিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তাঁরা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা তৈরী করার প্রক্রিয়া শুরু করার জন্য নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদশে যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. পলাশ নাথ ও সুদীপ্ত শর্মা।

Share this article

সাংগঠনিক খবর

সাংগঠনিক খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement