Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
নবনিযুক্ত বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ না থাকায় ঐক্য পরিষদের ক্ষোভ
সাংগঠনিক খবর

নবনিযুক্ত বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ না থাকায় ঐক্য পরিষদের ক্ষোভ

৩১ আগস্ট, ২০২৫
1 মিনিট

সংবাদ বিজ্ঞপ্তি।। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে গত ২৫ অগাস্ট ২৫ জন বিচারপতি নিয়োগ পেয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তি।। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে গত ২৫ অগাস্ট ২৫ জন বিচারপতি নিয়োগ পেয়েছেন। এঁদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা। উপরোল্লিখিত প্রতিটি অঙ্গনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিত্বের যথেষ্ট অবস্থান থাকা সত্বেও অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা গেলো যে, দেশের ১০ শতাংশ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর একজনও এই ২৫ জন নবনিযুক্ত বিচারপতির মধ্যে নেই। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে সংগঠনের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ ব্যাপারে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

Share this article

সাংগঠনিক খবর

সাংগঠনিক খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement