Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
জামায়াত ৭১ সালে বিতর্কিত ভূমিকা পালন করলে তার জবাব তারাই দিবেন : তারেক রহমান
জাতীয়

জামায়াত ৭১ সালে বিতর্কিত ভূমিকা পালন করলে তার জবাব তারাই দিবেন : তারেক রহমান

৫ অক্টোবর, ২০২৫
2 মিনিট

ইত্তেফাক ।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যদি কোনো রাজনৈতিক দল বিতর্কিত ভূমিকা পালন করে থাকে, তার জবাবদিহি তাদেরই করতে হবে, বিএনপিকে নয়।

ইত্তেফাক ।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যদি কোনো রাজনৈতিক দল বিতর্কিত ভূমিকা পালন করে থাকে, তার জবাবদিহি তাদেরই করতে হবে, বিএনপিকে নয়। তিনি বলেন, আমি আমার কাজের জবাব দিতে পারি, অন্যের জবাব আমি কীভাবে দেব ? বিবিসিতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে মুখোমুখি হন তিনি। সাক্ষাৎকারে তিনি আগামি জাতীয় নির্বাচন, আওয়ামী লীগের শাসনামল, মানবাধিকার পরিস্থিতি এবং নির্বাচনকেন্দ্রিক রাজনীতিতে বিএনপির অবস্থান তুলে ধরেন। সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়। এর জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশে স্বীকৃত যে নিয়ম ও আইন রয়েছে, তার মধ্যে থেকে যদি কেউ রাজনীতি করে, সেটা করার অধিকার অবশ্যই সবার আছে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই, বিষয়টিকে আমরা এভাবেই দেখি। তিনি আরও বলেন, আমরা চাই সবাই রাজনীতি করুক। দেশের আইন ও নিয়ম মেনে যে কেউ রাজনীতি করলে, সেটিতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। একসময় জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির রাজনৈতিক জোট ছিল-এ বিষয়টি উল্লেখ করে মুক্তিযুদ্ধে জামায়াতের বিরোধী ভূমিকাকে সামনে এনে তার দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হলে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছরে গুম-খুন যারা করেছে, তার জবাবদিহি যেমন তাদের করতে হবে, তেমনি ’৭১ সালে কেউ যদি বিতর্কিত ভূমিকা নিয়ে থাকে, তার জবাবও তাদেরই দিতে হবে। সেটা তো আমি দিতে পারবো না।

Share this article

জাতীয়

জাতীয় বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement