দেশ-বিদেশের খবর
জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে ভারত-পাকিস্তান যোগাযোগ হয়েছে: যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত
৮ মে, ২০২৫
2 মিনিট
রয়টার্স।। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে।
রয়টার্স।। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে।
গতকাল (০৮ মে) বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রাষ্ট্রদূত।
পাকিস্তানি এই কূটনীতিক মনে করেন, ভারত-পাকিস্তানের দুই দিনের সংঘর্ষে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমিত করার দায়িত্ব ভারতের ওপরই বর্তায়।
সিএনএনের পক্ষ থেকে সাইদ শেখের কাছে জানতে চাওয়া হয়েছিল, এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে বর্তমানে কোনো আলোচনা বা সংলাপ চলছে কি না। জবাবে তিনি বলেন, আমি মনে করি, জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে। কিন্তু তারপর যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেসব কথাবার্তা বলা হচ্ছে, তাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হওয়া উচিত।
তবে এই যোগাযোগের বিষয়ে রাষ্ট্রদূত আর বিস্তারিত তথ্য দেননি।
এই কূটনীতিক মনে করেন, (উত্তেজনা নিরসনে) পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যেসব উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে, তা এখনই বন্ধ হওয়া উচিত।
সাইদ শেখ বলেন, এখন উত্তেজনা প্রশমনের দায়ভার ভারতের ওপর বর্তায়। সংযম দেখানোর ক্ষেত্রেও তো একটা সীমাবদ্ধতা থাকে। পাকিস্তানের জবাব দেওয়ার অধিকার আছে। আমাদের দেশের জনমত অনুযায়ী সরকারের ওপর পাল্টা জবাব দেওয়ার (ভারতের হামলার) চাপ প্রবল।
দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিতীয় দিনের মতো বড় ধরনের সংঘর্ষ চলাকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আরও প্রতিশোধ নেওয়াটা ক্রমশ অপরিহার্য হয়ে উঠছে। দুই দিনের লড়াইয়ে প্রায় চার ডজন মানুষ নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের প্রতি উত্তেজনা কমানো এবং সংলাপের পথ খোলা রাখার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন সরাসরি সংলাপের জন্য চাপ দিয়েছে।
গতকাল পাকিস্তান ও ভারত একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ তুলেছে।
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর চিরবৈরী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। পেহেলগামের হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।