Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
পাকিস্তানে লস্কর নেতাকে গুলি করে হত্যা
দেশ-বিদেশের খবর

পাকিস্তানে লস্কর নেতাকে গুলি করে হত্যা

১৯ মে, ২০২৫
1 মিনিট

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের সিন্ধু দেশে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতা রাজুল্লাহ নিজামনি ওরফে আবু রাজুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের সিন্ধু দেশে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতা রাজুল্লাহ নিজামনি ওরফে আবু রাজুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সইফুল্লাহ খালিদ নামেও পরিচিত ছিলেন। সইফুল্লাহ খালিদ নেপালে লস্করের ইউনিট তৈরির কাজ করছিলেন বলে জানা গেছে। ভারতের বেশ কয়েকটি হামলায় তিনি মূল পরিকল্পক ছিলেন বলে দিল্লি দাবি করেছে। তবে ওই ব্যক্তিকে কে বা কারা গুলি করে হত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়। নেপালে ওই ব্যক্তি বিনোদ কুমার নাম নিয়ে বসবাসও করতেন বলে পাকিস্তানের প্রশাসন জানিয়েছে। তবে পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিন্দুর চালানোর পরেই সিন্ধু প্রদেশে সইফুল্লাহ খালিদকে গুলি করে হত্যার খবর এলো।

Share this article

দেশ-বিদেশের খবর

দেশ-বিদেশের খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement