Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ
সাংগঠনিক খবর

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ

৯ সেপ্টেম্বর, ২০২৫
1 মিনিট

সংবাদ বিজ্ঞপ্তি।। বাংলাদেশ মহিলা পরিষদ দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের নিন্দা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি।। বাংলাদেশ মহিলা পরিষদ দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের নিন্দা জানিয়েছে। পরিষদ এক বিবৃতিতে বলেছে, শারদীয় দুর্গাপূজা বাংলার আবহমান ঐতিহ্যের অংশ। দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, তার সাথে মেলার আনন্দও অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের অন্তর্বর্র্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন শারদীয় দুর্গাপূজায় মেলা বসতে না দেয়ার মতো অযৌক্তিক সিদ্ধান্ত প্রদানের পাশাপাশি মেলা বসলে মদ গাঁজার আড্ডা বসে- এমন মন্তব্য করেছেন, যা এদেশের সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে। তাঁর এই বক্তব্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগণের মনে এক ধরনের হতাশা ও শঙ্কার সঞ্চার করছে। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে সরকারের দায়িত্বশীল পদে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ্এই ধরণের বক্তব্য মব ভায়োলেন্স, ধর্মীয় বিভাজন, সাংস্কৃতিক বিভাজনকে প্রশ্রয় দেবে। বাংলাদেশ মহিলা পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা দায়িত্বশীল পদে আছেন তাদের দায়িত্বশীল মন্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছে এবং হিন্দু সম্প্রদায়ের সকলে আসন্ন দুর্গাপূজার সকল অনুষ্ঠান যাতে নির্বিঘেœ পালন করতে পারে- সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।

Share this article

সাংগঠনিক খবর

সাংগঠনিক খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement