Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
ইসরায়েলি বাহিনীর হাতে আটক সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা এখন কোথায় আছেন
দেশ-বিদেশের খবর

ইসরায়েলি বাহিনীর হাতে আটক সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা এখন কোথায় আছেন

৩ অক্টোবর, ২০২৫
1 মিনিট

আল-জাজিরা।। ফিলিস্তিনের গাজা উপত্যকা অভিমুখী ত্রাণবাহী জাহাজের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন অধিকারকর্মী ইসরায়েলের কারাগারে ছিলেন।

আল-জাজিরা।। ফিলিস্তিনের গাজা উপত্যকা অভিমুখী ত্রাণবাহী জাহাজের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন অধিকারকর্মী ইসরায়েলের কারাগারে ছিলেন। তাঁদের মধ্যে ইতালির চারজন অধিকারকর্মীকে গতকাল শুক্রবার (০২ অক্টোবর) নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আবার আজ শনিবার (০৪ অক্টোবর) ১৩৭ জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আটক অধিকারকর্মীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। এসব অধিকারকর্মীর মধ্যে সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার জানিয়েছে, গ্লেবাল সুমুদ ফ্লোটিলার ১৩৭ জন অধিকারকর্মীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করার পর ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁদের তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তুরস্কে পাঠানো অধিকারকর্মীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মরিটানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্কের নাগরিক। গাজায়টি জাহাজকে ‘অবৈধভাবে আটক করেছে’। নৌযানগুলোতে মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবকেরা ছিলেন।

Share this article

দেশ-বিদেশের খবর

দেশ-বিদেশের খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement