Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
‘অপারেশন সিঁদুর’ নামটি নরেন্দ্র মোদিই দিয়েছেন
দেশ-বিদেশের খবর

‘অপারেশন সিঁদুর’ নামটি নরেন্দ্র মোদিই দিয়েছেন

৬ মে, ২০২৫
1 মিনিট

ইন্ডিয়া টুডে।। কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (০৬ মে) দিবাগত রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত।

ইন্ডিয়া টুডে।। কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (০৬ মে) দিবাগত রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। সামরিক এ পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এ নামটি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকটি সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে বলেছে, মোদি মনে করেন, পেহেলগামের হামলার ঘটনায় ভারতের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে। হিন্দু বিবাহিত নারীরা তাঁদের বিয়ের প্রতীক হিসেবে সিঁথিতে সিঁদুর পরে থাকেন। আর সে সিঁদুরের নামেই এ অভিযানের নামকরণ করা হয়েছে। গত সপ্তাহজুড়ে ভারতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে মোদি একটি বিষয়ের ওপর জোর দিয়েছেন। তা হলো, পেহেলগামে সাম্প্রতিক হামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতীয় পুরুষদের লক্ষ্য করে চালানো হয়েছে। এ ঘটনায় নারীরা বিধবা হয়েছেন, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। কর্মকর্তাদের মোদি আরও বলেন, এই হামলার জবাব এমন হতে হবে, যেন বোঝা যায় যে ভারত এ ক্ষেত্রে ছাড় দেয় না। অপারেশন সিঁদুর নামের এ অভিযানে ভারতের তিন বাহিনীর সমন্বিত পদক্ষেপ দেখা গেছে, যা বিরল। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে একটি বহুমুখী অভিযান চালিয়েছে। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে তারা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, স্থল ও সমুদ্রভিত্তিক পথগুলো ব্যবহার করে অভিযানটি চালানো হয়েছে। মূলত জঙ্গি ঘাঁটি ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অবকাঠামোকে হামলার নিশানা করা হয়েছে।

Share this article

দেশ-বিদেশের খবর

দেশ-বিদেশের খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement