ব্রেকিং নিউজ
দেশে ৩৩০ দিনে সংখ্যালঘুদের ওপর সহিংসতার আড়াই হাজার ঘটনা ঘটেছে
Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
১৮ই জুলাই বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাচ্ছেন গ্রাহকরা
প্রযুক্তি

১৮ই জুলাই বিনামূল্যে এক জিবি ইন্টারনেট পাচ্ছেন গ্রাহকরা

১০ জুলাই, ২০২৫
1 মিনিট

পাঁচদিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা দিতে অপারেটরগুলোকে চিঠি দিয়েছে বিটিআরসি।

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’-তে সব মোবাইল অপারেটরের গ্রাহকরা পাবেন বিনামূল্যে এক জিবি ইন্টারনেট ডেটা। পাঁচদিন মেয়াদের ইন্টারনেট ডেটা দিতে অপারেটরগুলোকে বুধবার চিঠি দিয়েছে বিটিআরসি। চিঠিতে বলা হয়েছে, অপারেটরগুলো গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি এসএমএসে আগেই জানিয়ে দেবে। সেখানে লেখা থাকবে- ‘কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন’। একটি মোবাইল অপারেটরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “এ বিষয়ে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করব। শুধু যেন এই প্রোডাক্টটা ট্যাক্স ফ্রি হয়, আমরা সে বিষয়টি বলব।” গত ২৪ জুন ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ নামে ১ জুলাই থেকে ৫ অগাস্ট কর্মসূচি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তাতে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদে ১৮ জুলাই এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি রাখা হয়েছিল। যদিও পরে সেই কর্মসূচি থেকে সরে এসে ফ্রি ইন্টারনেট দেওয়ার নতুন কর্মসূচি নিয়েছে সরকার।

Share this article

প্রযুক্তি

প্রযুক্তি বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement