Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতিত্রয়ের স্মরণসভা অনুষ্ঠিত
সাংগঠনিক খবর

ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতিত্রয়ের স্মরণসভা অনুষ্ঠিত

৩১ আগস্ট, ২০২৫
1 মিনিট

অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

সংবাদ বিজ্ঞপ্তি।। গত ৩০ আগস্ট, ২০২৫ বিকাল ৫টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতিত্রয় মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত, ভদন্ত বোধিপাল মহাথেরো, টি রোজারিও স্মরণে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। সভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য এ্যাড. সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সজীব সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী। সভার শুরুতে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে তিন নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বক্তারা, তাদের ত্যাগ ও অবদানের কথা অনুসরণ করে সমঅধিকার ও সমমর্যাদার লড়াইকে জোরদার করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সংবিধানের ভিত্তিতে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। এই লড়াইয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী জাতি র্ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। স্মরণসভায় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this article

সাংগঠনিক খবর

সাংগঠনিক খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement