Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
মঙ্গলবার বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
জাতীয়

মঙ্গলবার বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

৪ আগস্ট, ২০২৫
1 মিনিট

স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের প্রথম বর্ষপূর্তির দিন মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। সংস্কৃতি বিষয়ক মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে জানান, বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব দলের উপস্থিতিতেই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। জুলাই যেমন সবার ছিল, ঘোষণাপত্রও সবাইকে নিয়েই হবে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান। তারপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ড. ইউনূসের নেতৃত্বে পরিচালিত এ সরকার এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বলে জানিয়েছে।

Share this article

জাতীয়

জাতীয় বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement