প্রযুক্তি
চার টেরাবিট ব্যান্ডউইথ সরবরাহে মাইলফলক ছুঁয়েছে সাবমেরিন কেবলস
৩ আগস্ট, ২০২৫
2 মিনিট
রাষ্ট্রীয় মালিকানার পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে প্রতি সেকেন্ডে চার টেরাবিট অতিক্রম করার মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসি)।
শনিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, “জুলাই মাসে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহ-ভিত্তিক ইন্টারনেট সেবা (স্টারলিংক) থেকে প্রাপ্ত ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ সংযুক্তির পর এদিন বিএসসি পিএলসি এ নতুন মাইলফলকে পৌঁছেছে।”
রাষ্ট্রীয় মালিকানার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে বর্ণনা করেছে বিএসসি পিএলসি।
এর আগে গত ২৮ এপ্রিল বিএসসি তিন টেরাবিট/সেকেন্ড ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলক স্পর্শ করেছিল। তিন মাসের ব্যবধানে কোম্পানিটি নতুন করে আরও এক টেরাবিট ব্যান্ডউইথ সরবরাহে সক্ষম হয়েছে। এর আগের আট মাসে ব্যান্ডউইথের গতি বাড়ার হার ছিল ১.১০ টেরাবিট/সেকেন্ড।
সাবমেরিন কেবলস বলছে, এই সাফল্যের পেছনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নীতিগত সহায়তা ও নির্দেশনা, বিএসসির ব্যবস্থাপনার আন্তরিক প্রচেষ্টা এবং দুই দফায় ব্যান্ডউইথ মূল্যে ছাড় দেওয়ার বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এর ফলে দেশে ব্যবহৃত ব্যান্ডউইথে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির বাজার অংশীদারত্ব বেড়েছে এবং সেইসঙ্গে রাজস্ব আদায়েও বড় অগ্রগতি হয়েছে। ভারতের একতরফা ইন্টারনেট নির্ভরতা কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধন করে সব আইআইজি অপারেটরকে তাদের ব্যবহৃত ব্যান্ডউইথের অন্তত ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইথ থেকে নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিএসসি কিছু সুবিধা চালু করেছে। তা হল- যারা তাদের মোট ব্যান্ডউইথের ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইথ ব্যবহার করছে, তাদের জন্য অতিরিক্ত মূল্যছাড় দেওয়া শুরু করেছে।
এছাড়া প্রচলিত ‘ডিসকাউন্ট বাল্ক প্যাকেজের’ বাইরে ডেটা সেন্টার, ক্লাউড ও ‘হাইপার স্কেলার’ গ্রাহকদের জন্য পৃথক ইন্টারনেট প্যাকেজ চালু করা হয়েছে।
সরকার বর্তমানে চালু সি-মি-উই ৪ এবং সি-মি-উই ৫ সাবমেরিন ক্যাবলের পাশাপাশি সি-মি-উই ৬ (SEA-ME-WE 6) এর সংশোধিত রুটে যুক্ত হওয়ার চুক্তি সম্পন্ন করেছে, যা এর মধ্যে একনেক সভায় অনুমোদিত হয়েছে।
এই নতুন সংযোগের মাধ্যমে সাবমেরিন কেবলসের রিয়েল-টাইম ইন্টারনেট ক্যাপাসিটিতে অতিরিক্ত ১৭ টেরাবিট যুক্ত হবে।