সাংগঠনিক খবর
সারাদেশে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ ও ক্ষোভ
২১ মার্চ, ২০২৫
5 মিনিট
বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গত ১৯ মার্চ ৮ টি ধর্ষণ ও ১ টি দলবদ্ধ ধর্ষণ এবং ২০ মার্চ ৬ টি ধর্ষণ, ৪ টি ধর্ষণচেষ্টা ও ১ টি দলবদ্ধ ধর্ষণসহ...
সংবাদ বিজ্ঞপ্তি।। বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গত ১৯ মার্চ ৮ টি ধর্ষণ ও ১ টি দলবদ্ধ ধর্ষণ এবং ২০ মার্চ ৬ টি ধর্ষণ, ৪ টি ধর্ষণচেষ্টা ও ১ টি দলবদ্ধ ধর্ষণসহ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যার প্রতি ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও ধর্ষণের ভিডিও ধারণের ঘটনাসমূহে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
মহিলা পরিষদের এক বিবৃতিতে বরা হয়, গত ১৯ ও ২০ মার্চ ২০২৫ তারিখ বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে-
১। রাজধানীর পল্লবীর বানরটেকের গ্রীন সিটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নারী সাংবাদিককে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘেেটছে। ঘটনাসূত্রে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার একটি নির্মাণাধীন ভবনে পুরুষ-নারীদের নিয়ে অশ্লীল ভিডিও ধারণ করার তথ্য পেয়ে তথ্য সংগ্রহের জন্য ওই নারী সাংবাদিক নির্মাণাধীন ভবনে চলে যান। সেখানে ১৬ জন ব্যক্তি তাকে ঘেরাও করে চারদিক ঘিরে ফেলে এবং এলোপাতাড়িভাবে পিটিয়ে টেনেহিচড়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে সেখানে রাতভর আটকে রেখে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
২। কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ে নারী এনজিওকর্মীকে যৌন নির্যাতনের ভিডিও করে টাকা আদায় করার ঘটনা ঘটেছে। ঘটনাসূত্রে জানা যায় যে, গত ১৭ মার্চ ২০২৫ তারিখ সোমবার নির্যাতনের শিকার দুই এনজিওকর্মী ঋণের টাকা আদায় শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন যুবক তাদের আটক করে কিস্তির টাকা ছিনিয়ে নেয়। এরপর হাত-পা বেঁধে দুজনকে তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ে নিয়ে যায়। সেখানে তারা পুরুষ এনজিওকর্মীকে গাছে বেঁধে মারধর করে এবং নারী এনজিওকর্মীকে যৌন নিপীড়নের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা চাঁদা দাবি করে।
৩। রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ১৮ মার্চ মঙ্গলবার অভিযুক্ত রবিউল ইসলাম ওরফে জান মিয়া ওই শিশুকে কেক চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে এসে ধর্ষণ করে।
৪। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনসূত্রে জানা যায় যে, গত ১৬ মার্চ রোববার রকিব মিয়া নামে এক যুবক দুই সহযোগীসহ ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং মুঠোফোনে তার ভিডিও ধারণ করে।
৫। ঢাকার নবাবগঞ্জে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
৬। রাজশাহীর তানোর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায়, অভিযুক্ত মুদি দোকানি ইকবাল হোসেন ওই কলেজছাত্রীকে দোকানের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
৭। ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনা ঘটেছে। ঘটনাসূত্রে জানা যায় য়ে, এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৮। চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় এক মাদ্রাসা পড়–য়া ছাত্রীকে বাবা কর্তৃক ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ২০১১ সালে মা মারা গেলে মেয়েটি তারা দাদা-দাদী ও চাচাদের কাছে বড় হয়। বিভিন্ন সময় বাবা তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।
৯। সিরাজগঞ্জের পৌর শহরের রামগতি মহল্লায় এক মাদ্রাসা ছাত্রীকে ঘটনা ঘটেছে। ঘটনাসূত্রে জানা যায় যে, ঘটনার দিন সকালে ওই ছাত্রী খেলা করছিলো। এ সময় অভিযুক্ত তাসসীব ওই মাদ্রাসাছাত্রীকে কৌশলে টয়লেটে ডেকে নিয়ে ধর্ষণ করে।
২০ মার্চ ২০২৫ তারিখ তারিখ বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে-
১০। যশোর জেলায় মোবাইল ফোনসেট কিনে দেওয়ার কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
১১। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ১১ বছরের এক শিশুকে এবং মোংলা জেলায় আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
১২। পাবনা জেলার চাটমোহরে খেলার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে।
১৩। পটুয়াখালি জেলার দুমকি উপজেলায় এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায় যে, অভিযুক্ত সাকিব মুন্সী ও সিফাত মুন্সী ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় কাউকে কিছু জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
১৪। রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার চার সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা করা হয়।
১৫। ভোলা জেলার লালমোহন উপজেলায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে।
১৬। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা এবং একই জেলার মিঠাপুকুর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
১৭। ২০ মার্চ ২০২৫ তারিখ বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণীর স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা যায় যে, ওই ছাত্রী মাতামুহুরী নদীতে গোসল করে ফেরার পথে অভিযুক্তরা তার মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে যেয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
১৮। চাঁদপুর জেলায় মতলব উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ১৭ মার্চ সোমবার ঘরের বাইরে টয়লেটে যাওয়ার সময় মো. মামুন নামের এক ব্যক্তি ওই গৃহবধূকে ধর্ষণ করে।
১৯। নীলফামারী জেলার সৈয়দপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সময়ে নারী ও কন্যার প্রতি ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ ও যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। স্কুলের ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নারীরাও দৈনন্দিন জীবনে নৃশংস সহিংসতার শিকার হচ্ছে। চলমান এ সহিংসতার ঘটনায় নারী ও কন্যারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। সেই সাথে তাদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ উপরোক্ত ঘটনাসমূহে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। সেই সাথে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে নারী এবং কন্যার প্রতি সহিংসতার বিষয়ে শূণ্যসহিঞ্চুতার নীতি গ্রহণপূর্বক দ্রুত ব্যবস্থাগ্রহণ, একই সাথে নারী কন্যার নিরাপত্তার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।