ব্রেকিং নিউজ
আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব: সিইসি
Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
চাঁদপুরে খতিবকে কুপিয়ে জখমের ঘটনায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
জাতীয়

চাঁদপুরে খতিবকে কুপিয়ে জখমের ঘটনায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১১ জুলাই, ২০২৫
1 মিনিট

ডেস্ক রিপোর্ট।। চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় করা মামলার আসামি মো. বিল্লাল হোসেন (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

ডেস্ক রিপোর্ট।। চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় করা মামলার আসামি মো. বিল্লাল হোসেন (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে তিনি জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। কিন্তু আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ বিষয়ে মামলার বাদী ভুক্তভোগী খতিবের বড় ছেলে আদনান তাকি বলেন, আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।এদিকে তাঁর ছোট ভাই রায়হান রাহি জানান, তাঁর বাবা আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন। এদিকে মসজিদের খতিবকে কুপিয়ে জখম করার ঘটনায় বিকেলে চাঁদপুর জেলা জামায়াত শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এ ছাড়া দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চাঁদপুরে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এদিকে এ ঘটনায় শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে যাতে এ নিয়ে পরবর্তী সময়ে কোনো ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়।

Share this article

জাতীয়

জাতীয় বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement