Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
লালমনিরহাটের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে চাকরি থেকে বরখাস্ত
জাতীয়

লালমনিরহাটের সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে চাকরি থেকে বরখাস্ত

১ জুলাই, ২০২৫
1 মিনিট

ডেস্ক রিপোর্ট।। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে এবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট।। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে এবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (০২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদন্ড দেওয়া হলো। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে অসদাচরণ করায় তাঁকে এ গুরুদন্ড দেওয়া হয়েছে। একই কারণে এর আগে তাঁকে প্রথমে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল।

Share this article

জাতীয়

জাতীয় বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement