Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
সীতাকুন্ড ধামের পবিত্রতা রক্ষা ও অবাঞ্ছিত পরিস্থিতি রোধে সরকার ও সেনাপ্রধানের আশু পদক্ষেপ চায় ঐক্য পরিষদ
সাংগঠনিক খবর

সীতাকুন্ড ধামের পবিত্রতা রক্ষা ও অবাঞ্ছিত পরিস্থিতি রোধে সরকার ও সেনাপ্রধানের আশু পদক্ষেপ চায় ঐক্য পরিষদ

১৭ আগস্ট, ২০২৫
1 মিনিট

বিশ্বের হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থান চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথ ধামের পবিত্রতা ক্ষুণœ করে দেবোত্তর ভূমি গ্রাসের এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণেœর মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা

ও সহিংসতা সৃষ্টির অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরিষদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে জনৈক ব্যবসায়ী ও কওমী মাদ্রাসার অনুসারী মুফতি এস এম সাইফুল ইসলাম কর্তৃক তার ফেসবুকে গত ১৭ আগস্ট, ২০২৫ ‘সীতাকুন্ড পর্বতের চূড়ায় মসজিদ ৯০% (নব্বই) কনফার্ম’ শীর্ষক এক পোস্টকে কেন্দ্র করে সাধারণ হিন্দু জনমনে গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে। পোস্টে আরো বলা হয়েছে, ‘মন্দির থেকে সামান্য নিচে বটবৃক্ষের গোড়ায় মসজিদ হবে।’ এ ব্যাপারে মুফতি হারুন বিন এজাহার’র সাথে তার চূড়ান্ত আলাপ হয়েছে বলে পোস্টে উল্লেখ আছে। মুফতি হারুন এজাহার চট্টগ্রাম মহানগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি এজহারুল ইসলামের পুত্র এবং হেফাজতে ইসলামের একজন প্রভাবশালী নেতা। ঐক্য পরিষদ সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণেœ মহলবিশেষের যাবতীয় অপপ্রয়াস রোধে এবং চট্টগ্রামের সীতাকুন্ডের পবিত্র তীর্থস্থান চন্দ্রনাথ ধামকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণœ করে কোন অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি না হয় তজ্জন্যে ত্বরিৎ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ ও সেনাপ্রধানের আশু দৃষ্টি কামনা করেছে।

Share this article

সাংগঠনিক খবর

সাংগঠনিক খবর বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement