শোকবার্তা
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ঐক্য পরিষদের গভীর শোক প্রকাশ
২১ জুলাই, ২০২৫
1 মিনিট
সংবাদ বিজ্ঞপ্তি।। রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি শিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঐক্য পরিষদ।
সংবাদ বিজ্ঞপ্তি।। রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি শিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদপত্রে প্রদত্ত এক শোক বিবৃতিতে মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং আহতদের সুচিকিৎসা প্রদানে সরকারকে দ্রুত বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ।