Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার
বিনোদন

নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার

১৭ মে, ২০২৫
1 মিনিট

ডেস্ক রিপোর্ট।। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

ডেস্ক রিপোর্ট।। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাঁকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এর পর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি।

Share this article

বিনোদন

বিনোদন বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement