ব্রেকিং নিউজ
ভারত-পাকিস্তানকে ‘ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
Thin-Left
Thin-Right

Advertisement

Top Advertisement
চ্যাটজিপিটি ব্যবহার ও একাকিত্বের মধ্যে যোগ আছে
প্রযুক্তি

চ্যাটজিপিটি ব্যবহার ও একাকিত্বের মধ্যে যোগ আছে

২৪ মার্চ, ২০২৫
2 মিনিট

গবেষকরা বলছেন, এআইয়ের সঙ্গে কথা বলার বিষয়টি মানুষের কথা বলার ওপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে।

একাকিত্ব ও চ্যাটজিপিটি ব্যবহারের মধ্যে সংযোগ মিলেছে ওপেনএআই ও এমআইটি’র এক যৌথ গবেষণায়। ওপেনএআই ও ‘ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি’ বা এমআইটি মিডিয়া ল্যাবের নতুন গবেষণায় উঠে এসেছে, চ্যাটজিপিটির সঙ্গে কথা বলায় যত বেশি সময় ব্যয় করেন, ততই একাকীত্ব বোধ করেন ব্যবহারকারীরা। এ সংযোগটি দুটি বিষয়ের ওপর নির্ভর করে খুঁজে বের করেছেন তারা। প্রথমটি হচ্ছে, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ে “চার কোটির বেশি চ্যাটজিপিটি ইন্টারঅ্যাকশন” ও টার্গেটওয়ালা ব্যবহারকারী জরিপ বিশ্লেষণ- এই দুটি গবেষণার কাজ করতে গিয়ে উঠে এসেছে এ তথ্য। আরেকটি কাজ ছিল এমআইটি মিডিয়া ল্যাবে অংশগ্রহণকারীরা চার সপ্তাহ ধরে চ্যাটজিপিটি ব্যবহারের পরে তাদের নানা তথ্য নিয়ে। এমআইটি’র গবেষণায় চ্যাটজিপিটির সঙ্গে অংশগ্রহণকারীদের কথা বলার বিভিন্ন উপায় চিহ্নিত করেছেন গবেষকরা, যার মধ্যে রয়েছে টেক্সট বা ভয়েসের মাধ্যমে ব্যক্তির সংবেদনশীল অভিজ্ঞতাকে প্রভাবিত করার মতো বিষয়। (সূত্রঃ BDNEWS24.com) যেমন– যেসব অংশগ্রহণকারী এরইমধ্যে চ্যাটবটের ওপর আস্থা রাখেন ও মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আবেগময় সংযোগ তৈরি করেন গবেষণার সময় তারা একাকী ও মানসিকভাবে চ্যাটজিপিটির ওপর আরও বেশি নির্ভরশীল বোধ করেছেন। তবে চ্যাটজিপিটির ভয়েস মোডের ক্ষেত্রে এসব প্রভাব কম দেখা গেছে, বিশেষ করে চ্যাটবটটির নিরপেক্ষ সুরে কথা বলার বেলায়। ব্যক্তিগত বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপকালেও অল্প সময়ের জন্য একাকিত্ব বোধ করেছেন তারা। গবেষণায় উঠে এসেছে, চ্যাটজিপিটির সঙ্গে সাধারণ বিষয় নিয়ে কথা বললেও মানসিক নির্ভরতা বেড়ে যাওয়ার ঝুঁকি বেশি। ওপেনএআইয়ের এ গবেষণার বড় বিষয় হচ্ছে, চ্যাটজিপিটির সঙ্গে আবেগময় আলাপচারিতা চালিয়ে যাওয়া এখনও আটপৌড়ে বিষয় হয়ে ওঠেনি। কোম্পানিটি লিখেছে, “আমরা যে অ্যাডভান্সড ভয়েস মোড নিয়ে ব্যবহারকারীদের ওপর গবেষণা করেছি তাতে তাদের মধ্যে কেবল একটি ছোট দলের ক্ষেত্রেই এআইয়ের সঙ্গে আবেগগতভাবে অভিব্যক্তিপূর্ণ মিথস্ক্রিয়া দেখা গেছে। এমআইটি মিডিয়া ল্যাব ও ওপেনএআইয়ের গবেষণায় গুরুত্বপূর্ণ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন উভয় গবেষণা করা হয়েছে অল্প সময়ের ওপর নির্ভর করে অর্থাৎ এমআইটি এক মাস ও ওপেনএআই ২৮ দিন ধরে গবেষণাটি করেছে। গবেষকরা বলছেন, এআইয়ের সঙ্গে কথা বলার বিষয়টি মানুষের কথা বলার ওপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। ভিডিও গেইম বা ইউটিউব নির্মাতাদের কাজ সহজ করার উপায় হিসেবে এআইকে বাধ্যতামূলকভাবে আলাপচারিতার সঙ্গী করে গড়ে তোলার মানুষের তীব্র আগ্রহের প্রেক্ষিতে এ বিষয়টি স্পষ্ট যে, এআইয়ের সঙ্গে কথা বলার সময় মানুষের মনস্তত্বের কী ঘটবে, তা এমআইটি মিডিয়া ল্যাব ও ওপেনএআইয়ের বুঝতে চাওয়াটাই স্বাভাবিক।

Share this article

প্রযুক্তি

প্রযুক্তি বিভাগের সর্বশেষ খবর এবং আপডেট পেতে এই বিভাগে নিয়মিত ভিজিট করুন।

Advertisement

Sidebar Advertisement