দিনাজপুরে মহারাজা স্কুল মাইন বিস্ফোরণ দিবস পালিত

7

রতন সিং, দিনাজপুর থেকে।। দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ৬ জানুয়ারি মহারাজা স্কুল মাইন বিস্ফোরণ ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে।

বুধবার দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহারাজা স্কুল মাইন বিস্ফোরণ ট্র্যাজেডি দিবস উপলক্ষে জেলা প্রশাসন, ৬ জানুয়ারি স্মৃতি পরিষদ, মহারাজা গিরিজানাথ হাই স্কুল ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকাল ৯টায় জেলা প্রশাসনের পক্ষ হতে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজ আলমের নেতৃত্বে মহারাজা স্কুলের স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ৬ জানুয়ারি স্মৃতি পরিষদ মহারাজা স্কুল ও চেহেলগাজী মাজারস্থ গণ সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মহারাজা স্কুল কর্তৃপক্ষ ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্কুল প্রাঙ্গনের স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ৬ জানুয়ারি স্মৃতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটুর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান কামাল উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন দিনাজপুর সরকারী সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৬ জানুয়ারি শহরের মহারাজা স্কুল ট্রানজিট ক্যাম্পে এক মর্মান্তিক মাইন বিস্ফোরণে প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা নিহত হন।